বিআরডিবি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় চলমান কর্মপ্রয়াসের অংশ হিসেবে চলমান কর্মসূচী/প্রকল্পসমূহঃ আবর্তক কৃষি ঋণ, সদাবিক, পল্লী প্রগতি প্রকল্প, মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের কর্মসংস্থান, পল্লী দারিদ্র বিমোচণ কর্মসূচী, অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ, এসএমই এবং গুচ্ছগ্রাম প্রকল্প। চলতি আর্থিক বছরে উল্লেখিত কর্মসূচী/প্রকল্পসমূহের সমিতি গঠনের লক্ষ্যমাত্রা ২০ টি, সদস্যভর্তি ৩৬০ জন, সঞ্চয় জমা ৮.৫০ লক্ষ টাকা, শেয়ার জমা ১.১৩ লক্ষ টাকা। সুফলভোগীদের বিভিন্ন উৎপাদনমুখী ও আয়বর্ধনমূলক কর্মকান্ডের উপর প্রশিক্ষণ প্রদান করা হয় ১৯০ জনকে। ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৪২০.০০ লক্ষ টাকা, ঋণ আদায় ৪৩৯.৮২ লক্ষ টাকা । । মেয়াদোত্তীর্ণ ২১০.৫৩ লক্ষ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস